ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২২৬
জবরদখলকৃত দ্রব্য বিনষ্ট হলে বা পরিবর্তিত হলে জবরদখলকারী তার মালিকানা লাভ করবে এবং তাকে এর মূল্য বা সমান দ্রব্য ক্ষতিপূরণ দিতে হবে
(২২২৬) তাবিয়ি আসিম ইবন কুলাইব তার পিতা তাবিয়ি কুলাইবের সূত্রে বলেন, জনৈক আনসারি সাহাবি রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে একটি জানাযায় গমন করি। যখন রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসছিলেন, তখন জনৈক মহিলার পক্ষ থেকে লোক এসে রাসূলুল্লাহ (ﷺ) কে (তার বাড়িতে কিছু খাদ্য গ্রহণের) দাওয়াত দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মহিলার বাড়িতে আগমন করেন এবং খানা আনয়ন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) খাদ্যের মধ্যে নিজের হাত রাখলেন (খাদ্য গ্রহণ শুরু করলেন) এবং উপস্থিত সকলে খাদ্য গ্রহণ শুরু করলেন। তখন আমাদের পিতাগণ লক্ষ্য করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এক লোকমা খাদ্য মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছেন । অতঃপর তিনি বলেন, মালিকের বিনা অনুমতিতে নেওয়া ছাগলের গোশত বলে আমি অনুভব করছি । তখন উক্ত মহিলা লোক মারফত বলে পাঠালেন, হে আল্লাহর রাসূল, আমি বাকী' নামক স্থানে (বাজারে) ছাগল কিনতে লোক পাঠিয়েছিলাম । কিন্তু ছাগল পেলাম না। আমার একজন পড়শি একটি ছাগল কিনেছিলেন । আমি তার কাছে খবর পাঠালাম যে, আপনি যে দামে ছাগলটি কিনেছেন সেই দামেই আমাকে ছাগলটি দিয়ে দিন। কিন্তু প্রতিবেশীকে পাওয়া গেল না। তখন আমি তার স্ত্রীকে খবর পাঠালাম। তার স্ত্রী আমাকে ছাগলটি পাঠিয়ে দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যুদ্ধবন্দি বা দরিদ্রদেরকে এই খাবার খাইয়ে দাও।
عن عاصم بن كليب عن أبيه عن رجل من الأنصار رضي الله عنه قال خرجنا (مع رسول الله صلى الله عليه وسلم) في جنازة ... فلما رجع (النبي صلى الله عليه وسلم) استقبله داعي امرأة فجاء وجيء بالطعام فوضع يده ثم وضع القوم فأكلوا فنظر آباؤنا رسول الله صلى الله عليه وسلم يلوك لقمة في فمه ثم قال أجد لحم شاة أخذت بغير إذن أهلها فأرسلت المرأة قالت يا رسول الله إني أرسلت إلى البقيع يشتري لي شاة فلم أجد فأرسلت إلى جار لي قد اشترى شاة أن أرسل إلي بها بثمنها فلم يوجد فأرسلت إلى امرأته فأرسلت إلي بها فقال رسول الله صلى الله عليه وسلم أطعميه الأسارى.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২২৭
জবরদখলকৃত দ্রব্য বিনষ্ট হলে বা পরিবর্তিত হলে জবরদখলকারী তার মালিকানা লাভ করবে এবং তাকে এর মূল্য বা সমান দ্রব্য ক্ষতিপূরণ দিতে হবে
(২২২৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর এক স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন । তখন উম্মুল মুমিনীনদের অন্য একজন তার এক খাদেমার হাতে খাদ্যভর্তি একটি খাঞ্চা পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ (ﷺ) যে স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন সেই স্ত্রী (এতে ক্রোধান্বিত হয়ে) তার হাত দিয়ে আঘাত করে খাঞ্চাটি ভেঙ্গে ফেলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) ভাঙা খাঞ্চাটি একত্র করেন এবং তার মধ্যে তার খাদ্যও জমা করেন এবং (উপস্থিত লোকজনকে) বলেন, তোমরা খানা খাও। তিনি উক্ত খাদেমা ও খাঞ্চা আটকে রাখেন । যখন লোকজনের খাওয়া শেষ হল, তখন তিনি ভালো একটি খাঞ্চা (উক্ত খাদেমার মাধ্যমে) ফেরত পাঠান এবং ভাঙা খাঞ্চাটি (যে স্ত্রীর বাড়িতে অবস্থান করছিলেন) তার জন্য রেখে দেন।
عن أنس رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان عند بعض نسائه فأرسلت إحدى أمهات المؤمنين مع خادم بقصعة فيها طعام فضربت بيدها فكسرت القصعة فضمها وجعل فيها الطعام وقال كلوا وحبس الرسول والقصعة حتى فرغوا فدفع القصعة الصحيحة وحبس المكسورة.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২২২৮
জবরদখলকৃত দ্রব্য বিনষ্ট হলে বা পরিবর্তিত হলে জবরদখলকারী তার মালিকানা লাভ করবে এবং তাকে এর মূল্য বা সমান দ্রব্য ক্ষতিপূরণ দিতে হবে
(২২২৮) যুবাইব আনবারি রা. থেকে বর্ণিত, একব্যক্তি তার আম্মার চাদর কেড়ে নিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে সে বিষয়ে নালিশ করেন । তখন আল্লাহর নবী (ﷺ) উঠে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে বলেন, তুমি এর আম্মার যে চাদরটি নিয়েছ তা ফেরত দাও। লোকটি বলে, হে আল্লাহর নবী, চাদরটি আমার হাতছাড়া হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী (ﷺ) ওই লোকটির তরবারিটি টেনে নিয়ে আমাকে প্রদান করলেন এবং লোকটিকে বললেন, তুমি যাও এবং তাকে অতিরিক্ত কয়েক সা' খাদ্য প্রদান করো।
عن الزبيب العنبري رضي الله عنه في قصة طويلة: فقام نبي الله صلى الله عليه وسلم فقال للرجل رد على هذا زربية أمه التي أخذت منها فقال يا نبي الله إنها خرجت من يدي قال فاختلع نبي الله صلى الله عليه وسلم سيف الرجل فأعطانيه وقال للرجل اذهب فرده أصعا من طعام.

তাহকীক:
তাহকীক চলমান