ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২০৪
শ্রমিকের উপর ক্ষতিপূরণের দায়িত্ব
(২২০৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, (প্রসিদ্ধ তাবিয়ি বিচারপতি) শুরাইহ কখনো কোনো শ্রমিককে (কর্মকালীন সময়ে মালিকের যন্ত্রপাতি বা দ্রব্যাদির ক্ষতি হওয়ার কারণে) ক্ষতিপূরণ দেওয়ার বিধান প্রদান করেন নি।
عن إبراهيم : أن شريحا لم يضمن اجيرا قط
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২০৫
শ্রমিকের উপর ক্ষতিপূরণের দায়িত্ব
(২২০৫) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো আমানতগ্রহণকারীকে বা দায়িত্বপ্রাপ্তকে যামানত বা ক্ষতিপূরণ দিতে হবে না।
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: لا ضمان على مؤتمن.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান