ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২০০
ক্রীতদাসীর হাতের কর্ম ছাড়া অন্যান্য উপার্জন নিষিদ্ধ
(২২০০) রাফি ইবন রিফাআহ রা. বলেন, আল্লাহর নবী (ﷺ) আজ আমাদেরকে এমন কিছু বিষয় নিষেধ করলেন যা আমাদের জীবনযাত্রা সহজ করত।... হাদীসের মধ্যে অন্যান্য বিষয়ের সাথে তিনি বলেন, তিনি আমাদেরকে ক্রীতদাসীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করলেন, শুধু সে নিজের হাতে যে কর্ম করে তা ছাড়া। আর তিনি তার আঙ্গুলের ইশারায় বললেন, যেমন রুটি তৈরী, তাঁতের কাজ বা এমব্রয়ডারির কাজ।
عن رافع بن رفاعة رضي الله عنه قال: لقد نهانا نبي الله صلى الله عليه وسلم اليوم عن شيء كان يرفق بنا في معايشنا... فذكر الحديث وفيه: نهانا عن كسب الأمة إلا ما عملت بيدها وقال هكذا بأصابعه نحو الخبز والغزل والنفش.

তাহকীক:
তাহকীক চলমান