ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৯৯
ষাঁড়-পাঁঠার প্রজননের পারিশ্রমিক এবং আটা দিয়ে কলওয়ালার পারিশ্রমিক নিষিদ্ধ
(২১৯৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, ষাঁড় পাঁঠা বা পুরুষ পশুকে প্রজননে ব্যবহার করে তার মূল্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এবং আটা পেষার কাজে নিয়োজিত ব্যক্তি বা কলওয়ালাকে পেষা আটা থেকে পারিশ্রমিক দিতে নিষেধ করা হয়েছে।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: نهى عن عسيب الفحل وعن قفيز الطحان.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান