ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৯২
জমি ভাড়া দেওয়া
(২১৯২) সাবিত ইবন দাহহাক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জমাজমি বর্গাচাষ করতে নিষেধ করেছেন এবং তিনি জমাজমি ভাড়া দিতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে, এতে অসুবিধা নেই।
عن ثابت بن الضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة وقال: لا بأس بها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৯৩
জমি ভাড়া দেওয়া
(২১৯৩) তাবিয়ি হানযালা ইবন কাইস বলেন, আমি সাহাবি রাফি' ইবন খাদীজ রা.কে স্বর্ণ এবং রৌপ্যের (নগদ টাকার) বিনিময়ে জমি ভাড়া দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, এতে কোনো আপত্তি নেই । রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে মানুষেরা জমি ভাড়া দিত জমির মধ্যে পানি প্রবাহের নালা বা খালের দুপাশে যা উৎপন্ন হত তার বিনিময়ে, পানির ঝর্ণার উৎসের নিকট যা উৎপন্ন হত তার বিনিময়ে এবং নির্ধারিত পরিমাণ উৎপন্ন ফসলের বিনিময়ে। এরপর এমন হত যে, ভাড়া জমির যে অংশের ফসল মালিক নেবে বলে নির্ধারিত হয়েছে সেই অংশের ফসল নষ্ট হয়ে যেত এবং বাকি অংশের ফসল বেঁচে যেত, অথবা এর বিপরীত হত। মানুষেরা এই পদ্ধতিতে ছাড়া জমি ভাড়া দিত না । এজন্য তাদেরকে জমি ভাড়া দেওয়া থেকে নিষেধ করা হয় । তবে যদি সুনির্দিষ্ট সুনিশ্চিত কোনো কিছুর বিনিময়ে ভাড়া দেওয়া হয় তাহলে কোনো আপত্তি নেই।
عن حنظلة بن قيس الأنصاري قال: سألت رافع بن خديج عن كراء الأرض بالذهب والورق فقال: لا بأس به إنما كان الناس يؤاجرون على عهد النبي صلى الله عليه وسلم على الماذيانات وأقبال الجداول وأشياء من الزرع فيهلك هذا ويسلم هذا ويسلم هذا ويهلك هذا فلم يكن للناس كراء إلا هذا فلذلك زجر عنه فأما شيء معلوم مضمون فلا بأس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা