ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৯০
শ্রম বিক্রয় বা মজুরির ফযীলত
(২১৯০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সকলেই মেষপাল চরিয়েছেন। তখন তাঁর সাহাবিগণ বলেন, আপনিও কি মেষ চরিয়েছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি নির্ধারিত মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের মেষ চরাতাম।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه: وأنت؟ فقال: نعم كنت أرعاها على قراريط لأهل مكة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২১৯১
শ্রম বিক্রয় বা মজুরির ফযীলত
(২১৯১) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর হিজরতের বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং আবু বাকর রা. বনু দীল গোত্রের একজন অভিজ্ঞ পথ প্রদর্শককে ভাড়া করেন।
عن عائشة رضي الله عنها في حديث الهجرة: استأجر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رجلا من بني الديل هاديا خريتا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান