ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৮৬
হেবা তথা অনুদান প্রসঙ্গ
উমরা ও রুকবা বা জীবৎকালীন সম্পত্তি দান**
(২১৮৬) জাবির রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উমরা (জীবৎকালীন সম্পত্তি অনুদান) যাকে প্রদান করা হয়েছে তার মালিকানায় চলে যাবে (কেউ যদি কাউকে বাড়ি বা সম্পত্তি দান করে বলে যে, 'আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন ভোগ করবেন', তবে এইরূপ অনুদানের মালিকানা গ্রহীতা স্থায়ীভাবে লাভ করবে)।
كتاب الهبة
عن جابر رضي الله عنه مرفوعا: العمرى لمن وهبت له.