ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১১৮
না জেনে ফাতওয়া প্রদানের পাপ
(২১১৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কাউকে ইলম-বিহীনভাবে ফাতওয়া দেওয়া হয় তবে যে ব্যক্তি ফাতওয়া দিল তার উপরেই এই পাপ বর্তাবে।
عن أبي هريرة رضي الله عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: من أفتي بغير علم كان إثمه على من أفتاه

তাহকীক:
তাহকীক চলমান