ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১১৭
অন্যায় বিচারের মাধ্যমে প্রাপ্ত সম্পদ এবং বিচারকের বিচার বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে কার্যকর হওয়া সম্পর্কে
(২১১৭) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার কাছে বিচারের জন্য আগমন কর। এমন হতে পারে যে, তোমাদের মধ্যে বাদী-বিবাদীর একপক্ষ অন্যপক্ষের চেয়ে যুক্তি-প্রমাণের উপস্থাপনায় বেশী পারং্গম। ফলে আমি যেভাবে মামলার বিবরণ শুনি তদনুসারে বিচার করি। কাজেই এভাবে যদি আমি ভুল বিচার করে কাউকে তার ভাইয়ের অধিকার বা প্রাপ্য থেকে কিছু প্রদান করি, তবে সে যেন তা গ্রহণ না করে । কারণ আমি তাকে আগুনের এক টুকরা আগুন প্রদান করেছি।
عن أم سلمة رضي الله عنها مرفوعا: إنكم تختصمون إلي ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعض فأقضي على نحو ما أسمع فمن قطعت (قضيت) له من حق أخيه شيئا فلا يأخذه فإنما أقطع له قطعة من النار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা