ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৯৯
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২০৯৯) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিচারক তিন ব্যক্তি: একব্যক্তি জান্নাতে এবং দুইব্যক্তি জাহান্নামে। জান্নাতি হল সেই বিচারক, যে সত্য জেনেছে এবং সত্যানুসারে ন্যায়বিচার করেছে । আরেক ব্যক্তি সত্যকে জেনেছে কিন্তু অন্যায় বিচার করেছে, সে জাহান্নামি আরেক ব্যক্তি না জেনে মানুষদের মধ্যে বিচার করেছে, সেও জাহান্নামি।
عن بريدة رضي الله عنه مرفوعا: القضاة ثلاثة واحد في الجنّة واثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار. أخرجه أبو داود وصححه الحاكم وزاد: قالوا: فما ذنب هذا الذي يجهل قال: ذنبه أن لا يكون قاضيا حتى يعلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১০০
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২১০০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে মানুষদের মধ্যে বিচারক নিয়োগ করা হল তাকে ছুরি ছাড়াই জবাই করা হল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من جعل قاضيا بين الناس فقد ذبح بغير سكين

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১০১
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২১০১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন ন্যায়পরায়ণ বিচারককে ডেকে বিচার করা হবে। সে এত কঠিন বিচারের সম্মুখীন হবে যে, সে কামনা করবে, জীবনে যদি দুজন মানুষের মধ্যেও বিচার না করত!
عن عائشة رضي الله عنها مرفوعا يقول: يدعى بالقاضي العادل يوم القيامة فيلقى من شدة الحساب ما يتمنى أنه لم يقض بين اثنين في عمره

তাহকীক:
তাহকীক চলমান