ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৭৬
স্বর্ণ-রৌপ্য বা মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে নগদ গ্রহণ শর্ত
(২০৭৬) উমার রা. বলেন, তোমরা স্বর্ণের পরিবর্তে স্বর্ণ সমপরিমাণ ছাড়া বিক্রয় করবে না। এক্ষেত্রে কোনোরূপ কমবেশী করবে না। তোমরা রৌপ্যের বিনিময়ে রৌপ্য সমপরিমাণ ছাড়া বিক্রয় করবে না। এক্ষেত্রে কোনোরূপ কমবেশী করবে না। স্বর্ণ-রৌপ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো উপস্থিত দ্রব্যকে অনুপস্থিত দ্রব্যের বিনিময়ে বিক্রয় করবে না। যদি অপরপক্ষ তোমাকে বলে যে, একটু অপেক্ষা করো, আমি বাড়ির ভেতর থেকে আসি, তবে তুমি তাকে সেই সময় দেবে না। কারণ এর ফলে তোমরা সুদের মধ্যে নিপতিত হবে বলে আমি ভয় পাই।
عن عمر بن الخطاب رضي الله عنه قال: لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا الورق بالورق إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها شيئا غائبا بناجز وإن استنظرك إلى أن يلج بيته فلا تنظره إني أخاف عليكم الرماء والرماء هو الربا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৭৭
স্বর্ণ-রৌপ্য বা মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে নগদ গ্রহণ শর্ত
(২০৭৭) ফাদালাহ ইবন উবাইদ রা. বলেন, খাইবারের দিনে আমি ১২ দীনার বা স্বর্ণমুদ্রা দিয়ে একটি হার ক্রয় করি। হারটিতে স্বর্ণ ও মুক্তো ছিল । আমি সোনা ও মুক্তো আলাদা করে দেখলাম যে তাতে ১২ দীনারের বেশী স্বর্ণ আছে । তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বিষয়টি জানালাম । তিনি বললেন, সোনা ও মুক্তো পৃথক না করে তা বিক্রয় করা যাবে না।
عن فضالة بن عبيد رضي الله عنه قال: اشتريت يوم خيبر قلادة باثني عشر دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من اثني عشر دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال: لا تباع حتى تفصل.

তাহকীক:
তাহকীক চলমান
