ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৭২
ঋণদাতা ঋণগ্রহীতার উপহার গ্রহণ করলে সুদ গ্রহণ করা হবে
(২০৭২) তাবিয়ি আবু বুরদা বলেন, আমি মদীনায় আগমন করলে তথায় আব্দুল্লাহ ইবন সালাম রা.র সাথে আমার সাক্ষাত হয়। তিনি বলেন, আমার বাড়িতে চলো না, আমি তোমাকে ছাতু ও খেজুর খাওয়াব এবং বাড়িতে প্রবেশ করবে। এরপর তিনি বলেন, তুমি এমন একটি দেশে বাস করছ (ইরাকে) যেখানে সুদের প্রচলন ব্যাপক। যদি কোনো ব্যক্তির কাছে তোমার কোনো পাওনা থাকে আর সেই ব্যক্তি তোমাকে এক বোঝা খড় বা এক বোঝা যব বা এক বোঝা ঘাস উপহার দেয় তবে তুমি তা গ্রহণ করবে না, কারণ তা সুদ ।
عن أبي بردة: أتيت المدينة فلقيت عبد الله بن سلام رضي الله عنه فقال: ألا تجيء فأطعمك سويقا وتمرا وتدخل في بيت ثم قال: إنك بأرض الربا بها فاش إذا كان لك على رجل حق فأهدى إليك حمل تبن أو حمل شعير أو حمل قت فلا تأخذه فإنه ربا.

তাহকীক:
তাহকীক চলমান