ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৭১
সুপারিশের বিনিময়ে দেওয়া উপহার গ্রহণ করলে সুদ গ্রহণ করা হবে
(২০৭১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করে এবং তাকে এই সুপারিশের কারণে কোনো উপহার হাদিয়া প্রদান করা হয়, আর সে তা গ্রহণ করে, তবে সে সুদের একটি কঠিন অধ্যায়ে প্রবেশ করবে।
عن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من شفع لأخيه بشفاعة فأهدى له هدية عليها فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান