ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৫০
নিলামে বা সর্বোচ্চ দরদাতাকে বিক্রয় করা
(২০৫০) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি কাঁথা ও একটি কাঠের পেয়ালা বিক্রয় করেন। তিনি বলেন, এই কাঁথা ও পেয়ালা কে ক্রয় করবে? একব্যক্তি বলেন, আমি এক দিরহাম (রৌপ্যমুদ্রা) দিয়ে দ্রব্য দুইটি ক্রয় করলাম। তখন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কে এক দিরহামের বেশী দিবে? কে এক দিরহামের বেশী দিবে? এতে একব্যক্তি দুই দিরহাম দাম প্রদান করেন। তখন তিনি দ্রব্য দুটি তাকে বিক্রয় করে দেন।
عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم باع حلسا وقدحا وقال: من يشتري هذا الحلس والقدح فقال رجل: أخذتهما بدرهم فقال النبي صلى الله عليه وسلم: من يزيد على درهم من يزيد على فأعطاه رجل درهمين: فباعهما منه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান