ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৬. অংশীদারিত্ব প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৯২
অংশীদারদ্বয়ের মর্যাদা, যদি একজন আরেকজনের বিশ্বাসভঙ্গ না করে
(১৯৯২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, দুইজন অংশীদারের সাথে আমি তৃতীয় হিসেবে থাকি, যতক্ষণ না তাদের একজন অপরজনের সাথে বিশ্বাসভঙ্গ বা খিয়ানত করে। যখন তাদের একে অন্যের বিশ্বাসভঙ্গ করে তখন আমি তাদের মধ্য থেকে বেরিয়ে যাই।
عن أبي هريرة رضي الله عنه رفعه قال: إن الله يقول: أنا ثالث الشريكين ما لم يكن أحدهما صاحبه فإذا خانه خرجت من بينهما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৯৩
অংশীদারদ্বয়ের মর্যাদা, যদি একজন আরেকজনের বিশ্বাসভঙ্গ না করে
(১৯৯৩) সায়িব ইবন আবুস সায়িব রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, আপনি আমার সাথে ব্যবসায়িক অংশীদার ছিলেন । আপনি অত্যন্ত ভালো অংশীদার ছিলেন। আপনি বিরোধিতা করতেন না এবং বিতর্ক করতেন না।
عن السائب بن أبي السائب رضي الله عنه أنه قال للنبي صلى الله عليه وسلم: كنت شريكي فنعم الشريك كنت لا تداري ولا تماري
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান