ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৮৭
স্বামী হারানো স্ত্রী তার বিষয় প্রশাসক/বিচারকের নিকট পেশ করার পরে চারবছর অপেক্ষা করবেন এবং এরপর ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ করতে পারবেন
(১৯৮৭) সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, উমার ইবনুল খাত্তাব রা. বলেছেন, যদি কোনো মহিলার স্বামী নিখোঁজ হয়ে যায়, সে কোথায় আছে তা তার স্ত্রী জানতে না পারে, তবে সেই স্ত্রী চারবছর অপেক্ষা করবে। এরপর সে চারমাস দশদিন ইদ্দত পালন করবে। এরপর অন্যত্র বিবাহ করা তার জন্য বৈধ হবে।
عن سعيد بن المسيب أن عمر بن الخطاب رضي الله عنه قال: أيما امرأة فقدت زوجها فلم تدر أين هو فإنها تنتظر أربع سنين ثم تعتد أربعة أشهر وعشرا ثم تحل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান