ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৮২
অমুসলিম নাগরিক বা প্রবাসীর পতিত দ্রব্য বা প্রাণি কুড়ানো যাবে না, যাবে তবে যদি সে তা একেবারে বাতিল করে দেয় তবে তা কুড়ানো
(১৯৮২) মিকদাম ইবন মা'দিকারিব বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জেনে রাখো, কোনো মাংসাশী শিকারি বন্যপ্রাণি বৈধ নয়, গৃহপালিত গাধা বৈধ নয় এবং অমুসলিম নাগরিক বা প্রবাসী থেকে পড়ে যাওয়া দ্রব্য বা প্রাণি বৈধ নয় । তবে যদি সে তা একেবারে বাতিল বলে ফেলে দেয় তবে ভিন্ন কথা ।
عن المقدام بن معدي كرب رضي الله عنه مرفوعا: ألا لا يحل ذو ناب من السباع ولا الحمار الأهلي ولا اللقطة من مال معاهد إلا أن يستغني عنها

তাহকীক:
তাহকীক চলমান