ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৭৬
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৬) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে তাঁকে পড়ে পাওয়া বা কুড়ানো দ্রব্য জানোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তুমি তার পাত্র, তার রশি ইত্যাদি ভালোভাবে সংরক্ষণ করবে। এরপর একবছর যাবত তার বিষয়ে বিজ্ঞপ্তি প্রদান করবে। যদি তার মালিক আসে তবে ভালো কথা, নইলে তুমি সে বিষয়ে তোমার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে। লোকটি বলেন, হারানো-দলছুট মেষ-ছাগের কী বিধান? তিনি বলেন, এইরূপ মেষ বা ছাগল হয় তুমি নিবে, না হয় তোমার ভাই নিবে, না হয় তা বাঘের বা শিকারি জানোয়ারের পেটে যাবে। লোকটি বলেন, হারানো দলছুট উটের কী বিধান? তিনি বলেন, হারানো উট নিয়ে তোমার চিন্তার কী প্রয়োজন? তার সাথে তার পানীয় আছে এবং তার পায়ের চলৎশক্তি আছে, সে পানি পান করবে এবং গাছপালা ভক্ষণ করবে। এভাবেই সে একসময় তার মালিকের কাছে পৌঁছে যাবে।
عن زيد بن خالد الجهني رضي الله عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال: إعرف عفاصها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال: فضالة الغنم؟ قال: هي لك أو لأخيك أو للذئب قال: فضالة الإبل؟ قال: ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجر حتى يلقاها ربها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৭৭
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৭) উবাই ইবন কা'ব রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটিতে একবছর বিজ্ঞপ্তি দানের বিষয়ে তিনি অতিরিক্ত বলেছেন, যদি তার মালিক এসে তার সংখ্যা, পাত্র ও পরিচয় বলতে পারে তবে তাকে তা দিয়ে দেবে।
عن أبي بن كعب رضي الله عنه مرفوعا نحوه في اللقطة وزاد: ... فإن جاء صاحبها فعرف عددها ووكاءها فادفعها إليه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৭৮
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৮) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো হারানো পালানো বা দলছুট প্রাণি আশ্রয় দিয়ে সে বিষয়ে বিজ্ঞপ্তি ও প্রচার না করে, তবে সে বিভ্রান্ত ও পথভ্রষ্ট।
عن زيد بن خالد الجهني رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من آوى ضالة فهو ضال ما لم يعرفها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৭৯
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৯) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, উমার ইবনুল খাত্তাব রা.র সময়ে হারানো পালানো উটগুলোকে অবাণিজ্যিক পালিত উটের মতোই মনে করা হত; তাদের বাচ্চা হত, কেউ তাদের স্পর্শ করত না। উসমান রা.র যুগে তিনি নির্দেশ দিলেন যে, এগুলোকে ধরে এগুলো সম্পর্কে প্রচার করতে হবে। এরপর (মালিক না পাওয়া গেলে) বিক্রয় করতে হবে। অতঃপর যখন তার মালিক আসবে তখন তাকে মূল্য প্রদান করতে হবে।
عن ابن شهاب يقول: كانت ضوال الإبل في زمان عمر بن الخطاب إبلا مؤبلة تناتج لا يمسها أحد حتى إذا كان زمان عثمان بن عفان رضي الله عنهما أمر بتعريفها ثم تباع فإذا جاء صاحبها أعطي ثمنها

তাহকীক:
তাহকীক চলমান
