ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৫৭
পাপের নির্দেশ না দেওয়া পর্যন্ত আনুগত্য, পাপের বিষয়ে আনুগত্য নেই
(১৯৫৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (নাগরিকের জন্য শাসক-প্রশাসকের) আনুগত্য করা আবশ্যকীয় দায়িত্ব, যদি কোনো পাপের নির্দেশ না দেওয়া হয়। যখন কোনো পাপের নির্দেশ প্রদান করা হবে, তখন কোনো আনুগত্য থাকবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: السمع والطاعة حق ما لم يؤمر بالمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة

তাহকীক:
তাহকীক চলমান