ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৫৫
আমীর (প্রশাসক/ সেনাপতি/ দলপতি) এর আনুগত্যের আবশ্যকতা
(১৯৫৫) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার নিয়োজিত আমীর (প্রশাসক, সেনাপতি, নেতা বা দলপতি) এর আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার নিয়োজিত আমীরের অবাধ্যতা করল, সে আমারই অবাধ্যতা করল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৯৫৬
আমীর (প্রশাসক/ সেনাপতি/ দলপতি) এর আনুগত্যের আবশ্যকতা
(১৯৫৬) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ক্রীতদাসকেও তোমাদের উপর কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়, যার মাথাটি (ক্ষুদ্রতায় এবং বক্রতায়) দেখতে একটি কিশমিশের মতো, তবে তোমরা তার আনুগত্য করবে।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: إسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা