ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৫৩
খলীফাগণ এবং তাদের বাইআত (আনুগত্যের শপথ) পূর্ণ করার প্রয়োজনীয়তা
(১৯৫৩) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ইসরাঈল-সন্তানদেরকে (ইয়াহুদি সম্প্রদায়কে) শাসন করতেন নবীগণ। একজন নবী মৃত্যুবরণ করলে তাঁর স্থলে দায়িত্ব গ্রহণ করতেন অন্য একজন নবী। আর আমার পরে কোনো নবী নেই । তবে আমার পরে খলীফাগণ আসবেন এবং তাদের সংখ্যা হবে অনেক । সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আপনি আমাদেরকে কী করার নির্দেশ প্রদান করছেন? তিনি বলেন, তোমরা পর্যায়ক্রমে প্রথম খলীফা, এরপর তার পরবর্তী খলীফা এভাবে পর্যায়ক্রমে তাদের বাইআত বা আনুগত্যের শপথ পূর্ণ করবে এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকার প্রদান করবে; কারণ মহান আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব ও অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসা করবেন ।
عن أبي هريرة رضي الله عنه يحدث عن النبي صلى الله عليه وسلم قال: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون قالوا: فما تأمرنا؟ قال: فوا ببيعة الأول فالأول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم

তাহকীক:
তাহকীক চলমান
