ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৫২
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের নিন্দা
(১৯৫২) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থানের অধিকারী হবেন ন্যায়পরায়ণ শাসক-প্রশাসক । আর মানুষদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত এবং আল্লাহর নিকট থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানের অধিকারী হবেন অত্যাচারী শাসক-প্রশাসক ।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل وأبغض الناس إلى الله وأبعدهم منه مجلسا إمام جائر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান