ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৪৭
বাণিজ্যিক পণ্যের উশর বছরে একবারমাত্র গ্রহণ করতে হবে
(১৯৪৭) যিয়াদ ইবন হুদাইর নামক তাবিয়ি বলেন উমার ইবনুল খাত্তাব রা. আমাকে পথচারীদের উশর বা বাণিজ্যিক পণ্যের কর (Custom Duty) সংগ্রহের দায়িত্ব প্রদান করেন। তখন আমি আগমনকারী ও প্রস্থানকারী প্রত্যেকের কর গ্রহণ করতে থাকি। তখন একব্যক্তি উমার রা.র নিকট গমন করে তাকে বিষয়টি অবগত করান। এতে তিনি আমাকে লিখে পাঠান, তুমি একবারের বেশী উশর (বাণিজ্যিক কর বা বাণিজ্যিক যাকাত) গ্রহণ করবে না, অর্থাৎ বছরে একবারমাত্র এই কর বা যাকাত গ্রহণ করবে।
عن زياد بن حدير قال: استعملني عمر رضي الله عنه على المارة فكنت أعشر من أقبل وأدبر فخرج إليه رجل فأعلمه فكتب إلي أن لا تعشر إلا مرة واحدة يعني في السنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান