ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৪৪
কেউ ইসলাম গ্রহণ করলে তার জিযইয়া মাফ হবে, কিন্তু খারাজ গ্রহণ করা হবে, মুসলিমের উপর জিযইয়া নেই
(১৯৪৪) তাবিয়ি আবু আওন মুহাম্মাদ ইবন উবাইদুল্লাহ সাকাফি উমার রা. ও আলী রা. থেকে বর্ণনা করেছেন, তারা বলেছেন, যদি কেউ ইসলাম গ্রহণ করে এবং তার জমিজমা থাকে, তবে আমরা তার জিযইয়া মাফ করে দিব এবং তার জমির খারাজ গ্রহণ করব।
عن أبي عون محمد بن عبيد الله الثقفي عن عمر وعلي رضي الله عنهما قالا: إذا أسلم وله أرض وضعنا عنه الجزية وأخذنا خراجها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৪৫
কেউ ইসলাম গ্রহণ করলে তার জিযইয়া মাফ হবে, কিন্তু খারাজ গ্রহণ করা হবে, মুসলিমের উপর জিযইয়া নেই
(১৯৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের উপর জিযইয়া নেই।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا : ليس على المسلم جزية
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৪৬
কেউ ইসলাম গ্রহণ করলে তার জিযইয়া মাফ হবে, কিন্তু খারাজ গ্রহণ করা হবে, মুসলিমের উপর জিযইয়া নেই
(১৯৪৬) তাবিয়ি ইবরাহীম নাখায় বলেন, মুসলিমের দায়িত্বে খারাজ ও উশর একত্রিত হয় না।
عن إبراهيم قال : لا يجتمع على مسلم خراج وعشر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান