ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৪১
ভূমির উপরে সাধ্যাতীত খারাজ আরোপ অপছন্দনীয়
(১৯৪১) তাবিয়ি আমর ইবন মাইমুন বলেন, উমার রা.র শাহাদাতের কয়েকদিন পূর্বে আমি দেখলাম তিনি মদীনায় হুযাইফা ইবনুল ইয়ামান রা. ও উসমান ইবন হুনাইফের সাথে দাঁড়িয়ে আছেন । (তারা দুইজন ইরাকের সবুজ কৃষি অঞ্চল জরিপ করে খারাজ আরোপ করেছিলেন)। তিনি বললেন, আপনারা কী করেছেন? আপনাদের কি আশঙ্কা হয় যে, ভূমির উপর সাধ্যাতীত খারাজ আরোপ করেছেন? তারা উভয়ে বলেন, আমরা ভূমির উপর এমন কর আরোপ করেছি যা বহন করতে তারা সক্ষম।
عن عمرو بن ميمون قال: رأيت عمر بن الخطاب رضي الله عنه قبل أن يصاب بأيام بالمدينة وقف على حذيفة بن اليمان وعثمان بن حنيف قال: كيف فعلتما أتخافان أن تكونا قد حملتما الأرض ما لا تطيق؟ قالا: حملناها أمرا هي له مطيقة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৪২
ভূমির উপরে সাধ্যাতীত খারাজ আরোপ অপছন্দনীয়
(১৯৪২) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, একব্যক্তি উমার রা.র নিকট এসে বলে, অমুক অমুক গ্রামের বাসিন্দারা আরো বেশী পরিমাণ খারাজ প্রদান করতে সক্ষম । তিনি বলেন, তাদের খারাজ বৃদ্ধির কোনো পথ নেই।
عن إبراهيم قال: جاء رجل إلى عمر بن الخطاب رضي الله عنه فقال: إن أهل أرض كذا وكذا يطيقون من الخراج أكثر ما عليهم فقال: ليس إليهم سبيل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান