ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৬৪
জিহাদ কখন এবং কীভাবে
(১৮৬৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে জিহাদ করার জন্য, যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, এবং সালাত কায়িম করবে এবং যাকাত প্রদান করবে। যখন তারা এগুলো করবে তখন তারা তাদের জীবন ও সম্পদ আমার থেকে সংরক্ষিত করবে, শুধুমাত্র ইসলামের অধিকার ছাড়া। আর তাদের হিসাব হবে আল্লাহর উপরে ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮৬৫
জিহাদ কখন এবং কীভাবে
(১৮৬৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকগণের সাথে জিহাদ করো তোমাদের সম্পদ, তোমাদের জীবন ও তোমাদের জিহ্বা দিয়ে।
عن أنس رضي الله عنه مرفوعا: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান