ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৬২
কিয়ামত পর্যন্ত জিহাদ ওয়াজিব
(১৮৬২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক শাসকের নেতৃত্বে জিহাদ করা তোমাদের জন্য ওয়াজিব, সেই শাসক নেককার হোক অথবা পাপী হোক ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الجهاد واجب عليكم مع كل أمير برا كان أو فاجرا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮৬৩
কিয়ামত পর্যন্ত জিহাদ ওয়াজিব
(১৮৬৩) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের একটি দল সত্যের উপর যুদ্ধ করতেই থাকবে । তারা তাদের বিরোধীদের উপর বিজয়ী হবে। এভাবেই তাদের সর্বশেষ মানুষেরা মাসীহ দাজ্জালের সাথে যুদ্ধ করবে।
عن عمران بن حصين رضي الله عنه مرفوعا: لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخرهم المسيح الدجال

তাহকীক:
তাহকীক চলমান