ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৪৬
খিয়ানত, কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়ার জন্য কর্তন নেই
(১৮৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খিয়ানত, জোর করে কেড়ে নেওয়া এবং দ্রুত ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার কারণে কর্তন নেই ।
عن جابر رضي الله عنه مرفوعا: ليس على خائن ولا منتهب ولا مختلس قطع

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৮৪৭
খিয়ানত, কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়ার জন্য কর্তন নেই
(১৮৪৭) ইবন আব্বাস রা. বলেন, কবর খুঁড়ে কাফনচোরের হাত কাটা হবে না।
عن ابن عباس رضي الله عنه: ليس على النّباش قطع

তাহকীক:
তাহকীক চলমান