ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৪৬
খিয়ানত, কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়ার জন্য কর্তন নেই
(১৮৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খিয়ানত, জোর করে কেড়ে নেওয়া এবং দ্রুত ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার কারণে কর্তন নেই ।
عن جابر رضي الله عنه مرفوعا: ليس على خائن ولا منتهب ولا مختلس قطع

হাদীসের ব্যাখ্যা:

এ সকল অপরাধের জন্য অন্য শাস্তি হবে। কিন্তু কর্তন হবে না। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৪৬ | মুসলিম বাংলা