ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৩৪
কখন মদপানের শাস্তি হিসাবে বেত্রাঘাত করা হবে
(১৮৩৪) সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, তার উপস্থিতিতে উমার রা. একব্যক্তিকে বেত্রাঘাত করেন, যার থেকে মদের দুর্গন্ধ পেয়েছিলেন ।
عن السائب بن يزيد رضي الله عنه أنه حضر عمر بن الخطاب رضي الله عنه يضرب رجلا وجد منه ريح الخمر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮৩৫
কখন মদপানের শাস্তি হিসাবে বেত্রাঘাত করা হবে
(১৮৩৫) ইবন আব্বাস রা. বলেন, একব্যক্তি মদপান করে মাতাল হয় ।... সে আব্বাস রা.র ঘরে প্রবেশ করে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে । রাসূলুল্লাহ (ﷺ) কে এ কথা জানানো হলে তিনি হাসেন এবং বলেন, ‘এরূপ করেছে'! অতঃপর তাকে শাস্তি প্রদানের কোনো নির্দেশ তিনি তাদেরকে দেন নি।
عن ابن عباس رضي الله عنه: شرب رجل فسكر... فدخل على عباس فالتزمه من ورائه فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فضحك وقال: قد فعلها؟ ثم لم يأمرهم فيه بشيء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান