ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৬৫
নযর-মানত থেকে নিষেধাজ্ঞা
(১৭৬৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নযর-মানত থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন, নযর-মানত কোনো কিছু রোধ করে না। এর দ্বারা শুধুমাত্র কৃপণ থেকে কিছু বের করে নেওয়া হয়।
عن ابن عمر رضي الله عنهما قال: نهى النبي صلى الله عليه وسلم عن النذر وقال: إنه لا يرد شيئا وإنما يستخرج به من البخيل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা