ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৯. দাসমুক্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৪৯
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মাকে বিক্রয় করা নিষেধ
(১৭৪৯) ইবন উমার রা. বলেন, মালিকের সন্তানের মা হয়েছে এমন দাসীকে বিক্রয় করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। তিনি বলেছেন, এরূপ দাসীদেরকে বিক্রয় করা যাবে না, দান করা যাবে না বা মালিকের মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে কেউ তাদের মালিক হতে পারবে না। মালিক যতদিন বেঁচে থাকবেন তার সেবা গ্রহণ করবেন। তার মৃত্যুর পরে সে আযাদ হয়ে যাবে।
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع أمهات الأولاد وقال: لا يبعن ولا يوهبن ولا يورثن يستمتع بها سيدها ما دام حيا فإذا مات فهي حرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান