ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৯. দাসমুক্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৪৬
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৬) ইবন আব্বাস রা. বলেন, যখন মারিয়া কিবতিয়া রা. নবী-পুত্র ইবরাহীমকে জন্মদান করলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার সন্তান তাকে আযাদ করে দিয়েছে।
عن ابن عباس رضي الله عنهما قال: لما ولدت مارية إبراهيم قال رسول الله صلى الله عليه وسلم: أعتقها ولدها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৪৭
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো দাসী যদি তার মালিকের সন্তান জন্ম দেয় তাহলে সে মালিকের মৃত্যুর পরে আযাদ হয়ে যাবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أيما أمة ولدت من سيدها فهي حرة بعد موته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৪৮
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৮) তাবিয়ি ইকরিমা (১০৪ হি.) বলেন, উমার রা. বলেছেন, 'উম্মু ওলাদ' বা মালিকের সন্তান ধারণকারিণী দাসীকে তার সন্তান আযাদ করে দিয়েছে, যদিও সেই সন্তান মাতৃগর্ভ থেকে অপূর্ণ অবস্থায় নষ্ট হয়ে পড়ে যায়।
عن عكرمة عن عمر رضي الله عنه قال: أم الولد أعتقها ولدها وإن كان سقطا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান