ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৩৬
ইচ্ছাপূর্বক কোনো প্রাণির খাবার নষ্ট করার কঠিন নিষেধাজ্ঞা
(১৭৩৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি প্রদান করা হয়েছে। মহিলা বিড়ালটিকে বেঁধে রাখে ফলে বিড়ালটি শেষ পর্যন্ত মারা যায়। এজন্য মহিলাটি বিড়ালটির কারণে জাহান্নামে প্রবেশ করে। সে তাকে খাদ্য দেয় নি, পানীয়ও দেয় নি, আবার তাকে ছেড়েও দেয় নি যে, সে নিজে জমিনের সরীসৃপ বা কীট পতঙ্গ শিকার করে খাবে।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: عذبت امرأة في هرة ربطتها (سجنتها) حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها ولا سقتها إذ حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান