ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭১৮
সন্তান বিছানার প্রাপ্য
(১৭১৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সন্তান বিছানার প্রাপ্য এবং ব্যভিচারীর প্রাপ্য প্রস্তর।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الولد للفراش وللعاهر الحجر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৭১৯
সন্তান বিছানার প্রাপ্য
(১৭১৯) আলী রা. থেকে বর্ণিত, তার নিকট দুইব্যক্তি এসে দাবি করে যে, (তারা অন্যের বিষয় না জেনে তাদের উভয়ের শরীকানা এক ক্রীতদাসীর সাথে) তারা উভয়ে একই পবিত্রতায় মিলিত হয়েছে (সন্তানের পিতৃত্ব, উত্তরাধিকার ইত্যাদি কে পাবেন?)। আলী রা. বলেন, সন্তান তোমাদের দুইজনেরই (সে তোমাদের উভয়ের উত্তরাধিকার লাভ করবে এবং তোমরা তার উত্তরাধিকার লাভ করবে)। তোমাদের উভয়ের মধ্যে সর্বশেষ যে বেঁচে থাকবে তার সাথে সে সম্পর্কিত হবে ।
عن علي رضي الله عنه قال: أتاه رجلان وقعا على امرأة في طهر واحد فقال: الولد بينكما وهو للباقي منكما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান