ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭০২
‘যিহার’র কাফফারা
(১৭০২) সালামা ইবন সাখর আল-বায়াদি রা. তার স্ত্রীকে যিহার করার এবং এরপর তার সাথে মিলিত হওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, তখন আমি বেরিয়ে পড়লাম এবং রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাকে আমার বিষয়টি জানালাম । তিনি আমাকে বলেন, তুমি একটি ক্রীতদাস মুক্ত করে দাও । আমি তখন আমার হাত দিয়ে আমার ঘাড়ের উপরে থাবা মেরে বললাম, আপনাকে যিনি সত্য দিয়ে প্রেরণ করেছেন তাঁর কসম, আমি এই একটি ঘাড় ছাড়া আর আর কোনো কিছুরই মালিক নই। তিনি বলেন, তাহলে তুমি দুইমাস সিয়াম পালন করো। (আবু দাউদের বর্ণনায়: 'তাহলে তুমি লাগাতার দুইমাস সিয়াম পালন করো) । আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যে বিপদে পড়েছি তাতো সিয়াম পালনের কারণেই ঘটেছে। তখন তিনি বলেন, তাহলে তুমি সাদকা করো, অর্থাৎ ষাটজন দরিদ্রকে খাওয়াও । আমি বললাম, আপনাকে যিনি সত্য দিয়ে প্রেরণ করেছেন তাঁর কসম, আমরা গতরাতও অভুক্ত কাটিয়েছি, আমাদের কোনো রাতের খাবার ছিল না। তিনি বলেন, তুমি বনু যুরাইকের যাকাত সংগ্রাহকের নিকট যাও এবং বলো, সংগৃহীত যাকাত যেন তোমাকে প্রদান করে। তুমি সেই যাকাত থেকে তোমার কাফফারা হিসাবে ষাট সা' (এক সা ৩,২৯৬.৮ গ্রাম)** দরিদ্রদেরকে খাওয়াবে।
عن سلمة بن صخر البياضي رضي الله عنه في قصة ظهاره امرأته ثم وقوعه عليها قال فخرجت فأتيت رسول الله صلى الله عليه وسلم فأخبرته خبري قال أعتق رقبة قال فضربت صفحة رقبتي بيدي فقلت لا والذي بعثك بالحق ما أصبحت أملك غيرها قال صم شهرين متتابعين قلت يا رسول الله وهل أصابني ما أصابني إلا في الصيام قال فتصدق فأطعم ستين مسكينا ثلث والذي بعثك بالحق لقد بتنا ليلتنا هذه وحشى ما لنا عشاء قال اذهب إلى صاحب صدقة بني زريق فقل له فليدفعها إليك فأطعم عنك منها وسقا ستين مسكينا... الحديث

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৭০৩
‘যিহার’র কাফফারা
(১৭০৩) খাওলা বিনতু মালিক রা. বলেন, যখন তার স্বামী তার থেকে যিহার করলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তার স্বামীকে এক আরাক বা ত্রিশ সা' খেজুর দিয়ে সাহায্য করেন এবং খাওলা নিজে আর এক আরাক বা ত্রিশ সা’ খেজুর দিয়ে স্বামীকে সাহায্য করেন। এভাবে কাফফারার জন্য ষাট সা' খেজুর দেওয়া হয় ।
عن خولة ابنة مالك رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم: أعان زوجها حين ظاهر منها بعرق من تمر وأعانته هي بعرق آخر وذلك ستون صاعا

তাহকীক:
তাহকীক চলমান
