ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৭০৩
‘যিহার’র কাফফারা
(১৭০৩) খাওলা বিনতু মালিক রা. বলেন, যখন তার স্বামী তার থেকে যিহার করলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তার স্বামীকে এক আরাক বা ত্রিশ সা' খেজুর দিয়ে সাহায্য করেন এবং খাওলা নিজে আর এক আরাক বা ত্রিশ সা’ খেজুর দিয়ে স্বামীকে সাহায্য করেন। এভাবে কাফফারার জন্য ষাট সা' খেজুর দেওয়া হয় ।
عن خولة ابنة مالك رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم: أعان زوجها حين ظاهر منها بعرق من تمر وأعانته هي بعرق آخر وذلك ستون صاعا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, কাফফারার ক্ষেত্রে গম দিলে তার পরিমাণ এর অর্ধেক হবে । অর্থাৎ খেজুর দিলে প্রত্যেক দরিদ্রকে এক সা' (৩,২৯৬.৮ গ্রাম) হিসাবে ষাট জনকে ষাট সা' প্রদান করতে হবে। আর গম দিলে প্রত্যেক দরিদ্রকে অর্ধ সা' হিসাবে ষাট জনকে ত্রিশ সা' প্রদান করতে হবে। সাদাকাতুল ফিতর বা ফিতরা ও হজ্জের কাফফারার বর্ণনায় বিষয়টি আলোচিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান