ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৮৩
তিন তালাকপ্রাপ্তা স্ত্রী কখন প্রথম স্বামীর জন্য হালাল হবে
(১৬৮৩) আয়িশা রা. বলেন, একব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে। তখন অন্য একব্যক্তি উক্ত মহিলাকে বিবাহ করে এবং স্ত্রীর সাথে মিলিত না হয়েই তাকে তালাক প্রদান করে। তখন তার প্রথম স্বামী তাকে পুনরায় বিবাহ করতে ইচ্ছা করে। রাসূলুল্লাহ (ﷺ) কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, না। প্রথম স্বামীর সাথে যেভাবে পূর্ণ দাম্পত্য আনন্দ ও তৃপ্তি লাভ ঘটেছিল দ্বিতীয় স্বামীর সাথে সেরূপ পূর্ণ দাম্পত্য তৃপ্তি লাভের পরে যদি তালাক হয় তাহলেই শুধু প্রথম স্বামী সেই স্ত্রীকে গ্রহণ করতে পারবে।
عن عائشة رضي الله عنها قالت: طلق رجل امرأته ثلاثا فتزوجها رجل ثم طلقها قبل أن يدخل بها فأراد زوجها الأول أن يتزوجها فسئل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال: لا حتى يذوق الآخر من عسيلتها ما ذاق الأول

তাহকীক:
তাহকীক চলমান