ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৮২
তালাক ও পুনর্গ্রহণে সাক্ষী রাখা
(১৬৮২) ইমরান ইবন হুসাইন রা.কে প্রশ্ন করা হয়, একব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং এরপর তার সাথে মিলিত হয়েছে। সে তালাকের জন্যও কোনো সাক্ষী রাখে নি এবং পুনর্গ্রহণের জন্যও কোনো সাক্ষী রাখে নি । তিনি উত্তরে বলেন, তুমি সুন্নতের বাইরে তালাক দিয়েছ এবং সুন্নতের বাইরে পুনর্গ্রহণ করেছ। তুমি তার তালাকের জন্য সাক্ষী রাখো এবং পুনর্গ্রহণের জন্যও সাক্ষী রাখো। এবং এভাবে আর করবে না।
عن عمران بن حصين رضي الله عنه سئل عن الرجل يطلق امرأته ثم يقع بها ولم يشهد على طلاقها ولا على رجعتها فقال طلقت لغير سنة وراجعت لغير سنة أشهد على طلاقها وعلى رجعتها ولا تعد

তাহকীক:
তাহকীক চলমান
