ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৭৪
বিবাহের আগে তালাক হয় না
(১৬৭৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার উপর আদম সন্তানের অধিকার নেই তাতে সে মানত করতে পারে না, যার উপর আদম সন্তানের অধিকার নেই তাকে সে দাসত্বমুক্ত করতে পারে না এবং যার উপর আদম সন্তানের অধিকার নেই তাকে সে তালাক দিতে পারে না।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: لا نذر لابن آدم فيما لا يملك ولا عتق له فيما لا يملك ولا طلاق له فيما لا يملك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬৭৫
বিবাহের আগে তালাক হয় না
(১৬৭৫) মিসওয়ার ইবন মাখরামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহের পূর্বে তালাক হয় না।
عن المسور بن مخرمة رضي الله عنه مرفوعا قال: لا طلاق قبل النكاح

তাহকীক:
তাহকীক চলমান
