ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৭২
স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের অধিকার প্রদান করলে যদি তিনি তা সেখানেই প্রয়োগ না করেন তাহলে তা বাতিল হয়ে যাবে
(১৬৭২) আয়িশা রা. বলেন, যখন (সূরা আহযাবের ২৮ ও ২৯ আয়াতে) রাসূলুল্লাহ (ﷺ) কে নির্দেশ দেওয়া হল, তাঁর স্ত্রীগণকে বিবাহ বিচ্ছেদের অধিকার দেওয়ার জন্য, তখন তিনি প্রথমে আমাকে দিয়ে শুরু করলেন এবং আমাকে তাঁর সঙ্গে থাকার বা তাকে পরিত্যাগ করার অধিকার দিলেন।... তখন আমি বললাম, আমি তো আল্লাহ, তাঁর রাসূল এবং আখিরাতের নিবাস চাই। আয়িশা রা. বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর অন্যান্য পত্নীগণও আমারই অনুরূপ কর্ম করলেন।
عن عائشة رضي الله عنها لما أمر رسول الله صلى الله عليه وسلم بتخيير أزواجه بدأ بي... الحديث وفيه: قالت: فإني أريد الله ورسوله والدار الآخرة قالت: ثم فعل أزواج النبي صلى الله عليه وسلم مثل ما فعلت
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৭৩
স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের অধিকার প্রদান করলে যদি তিনি তা সেখানেই প্রয়োগ না করেন তাহলে তা বাতিল হয়ে যাবে
(১৬৭৩) জাবির রা. বলেন, কোনো স্বামী তার স্ত্রীকে নিজ পছন্দমতো বিবাহ রাখার বা বিচ্ছিন্ন করার অধিকার দিলে যদি স্ত্রী সেই বৈঠকেই তার পছন্দ অনুযায়ী কিছু বেছে না নেন, তবে আর কোনো পছন্দের অধিকার থাকবে না।
عن جابر رضي الله عنه قال: إذا خير الرجل امرأته فلم تختر في مجلسها ذلك فلا خيار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান