ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৫৩
দুধ-সম্পর্কের কারণে বিবাহ নিষিদ্ধ পুরুষগণ
(১৬৫৩) আয়িশা রা. বলেন, পর্দার বিধান নাযিল হওয়ার পরে আবুল কুআইসের ভাই আফলাহ তার নিকট প্রবেশের অনুমতি চান। তিনি ছিলেন তার দুধ-চাচা। আয়িশা বলেন, আমি তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করি । যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন তখন তাঁকে আমি বিষয়টি জানাই। তাকে অনুমতি প্রদানের জন্য তিনি আমাকে নির্দেশ দেন।
عن عائشة رضي الله عنها أن أفلح أخا أبي القعيس جاء يستأذن عليها وهو عمها من الرضاعة بعد أن نزل الحجاب فأبيت أن آذن له فلما جاء رسول الله صلى الله عليه وسلم أخبرته بالذي صنعت فأمرني أن آذن له
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান