ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৫২
বয়স্ক ব্যক্তিকে দুধ পান করানো
(১৬৫২) আয়িশা রা. বলেন, সাহলা বিনতু সুহাইল ইবন আমর নবী (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আবু হুযাইফার আযাদকৃত দাস সালিম আমাদের সাথে থাকে। সে পুরুষের বয়সে পৌঁছে গিয়েছে এবং একজন পুরুষ যা কিছু বোঝে সে তা সব বুঝতে শিখেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তাকে দুধপান করাও তাহলে তোমার সাথে তার বিবাহ হারাম হয়ে যাবে ।
عن عائشة رضي الله عنها أن سهلة بنت سهيل بن عمرو جاءت النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إن سالما مولى أبي حذيفة معنا في بيتنا وقد بلغ ما يبلغ الرجال وعلم ما يعلم الرجال قال: أرضعيه تحرمي عليه

তাহকীক:
তাহকীক চলমান
