ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৩০
স্বামীর ডাকে সাড়া না দেওয়ার পাপ
(১৬৩০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করেন, কিন্তু সে অস্বীকার করে, ফলে স্বামী তার উপর ক্রোধান্বিত হয়ে রাত্রি কাটান তবে সকাল পর্যন্ত ফিরিশতাগণ ওই স্ত্রীকে অভিশাপ দিতে থাকেন। ( মুসলিমের অন্য বর্ণনায়: ‘তবে আসমানে যিনি আছেন তিনি তার উপর ক্রোধান্বিত থাকবেন, যতক্ষণ না স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট হবেন')।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح... كان الذي في السماء ساخطا عليها حتى يرضى عنها

তাহকীক:
তাহকীক চলমান
