ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬২৬
স্বামীর উপর স্ত্রীর অধিকার
(১৬২৬) হাকীম ইবন মুআবিয়া তার পিতা মুআবিয়া ইবন হাইদাহ রা. থেকে বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কারো উপরে তার স্ত্রীর অধিকার কী? তিনি বললেন, তার অধিকার হল, তুমি যখন খাবে তাকে খাওয়াবে এবং তুমি যখন পরিধান করবে তাকে পরিধান করাবে। তার মুখে আঘাত করবে না। তাকে কটুকথা বলবে না। শুধুমাত্র বাড়ির মধ্যে ছাড়া তার থেকে পৃথক থাকবে না।
عن حكيم بن معاوية القشيري عن أبيه قال: قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال: تطعمها إذا أكلت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৬২৭
স্বামীর উপর স্ত্রীর অধিকার
(১৬২৭) আব্দুল্লাহ ইবন যামআ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন নিজের স্ত্রীকে দাস-দাসীর মতো প্রহার না করে ।
عن عبد الله بن زمعة رضي الله عنه مرفوعا: لا يجلد أحدكم امرأته جلد العبد

তাহকীক:
তাহকীক চলমান
