ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬২৪
বিবাহ-শাদীর অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণের উপদেশ
(১৬২৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এবং তোমরা স্ত্রীদের বিষয়ে উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো।
كتاب النكاح
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال واستوصوا بالنساء خيرا
তাহকীক:
হাদীস নং: ১৬২৫
বিবাহ-শাদীর অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণের উপদেশ
(১৬২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনগণের মধ্যে পূর্ণতম ঈমানের অধিকারী সেই ব্যক্তি যার আচরণ-ব্যবহার সর্বোত্তম। আর তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাদের স্ত্রীগণের সাথে সর্বোত্তম আচরণ করেন।
كتاب النكاح
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا
তাহকীক: