ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৬৬
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত বিবাহ হয় না। এ ছাড়া যে বিবাহ তা বাতিল। যদি তারা বিসম্বাদে লিপ্ত হয় তাহলে যার অভিভাবক নেই রাষ্ট্র প্রশাসন তার অভিভাবক।
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: لا نكاح إلا بولي وشاهدي عدل وما كان من نكاح على غير ذلك فهو باطل فإن تشاجروا فالسلطان ولي من لا ولي له

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৬৭
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৭) উমার রা. বলেন, কোনো মেয়ের জন্য উচিত নয় সে, তার অভিভাবক অথবা তার পরিবারের অভিজ্ঞ কোনো মানুষ অথবা শাসক বা প্রশাসকের অনুমতি ছাড়া বিবাহ করবে।
عن عمر بن الخطاب رضي الله عنه قال: لا يصلح لامرأة أن تنكح إلا بإذن وليها أو ذي الرأي من أهلها أو السلطان

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৬৮
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৮) উম্মু সালামা রা. বলেন, (আমার স্বামী) আবু সালামা রা.র মৃত্যুর পরে রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আগমন করেন এবং তিনি আমার কাছেই আমাকে বিবাহ করার প্রস্তাব করেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার অভিভাবকদের কেউই উপস্থিত নেই। তিনি বলেন, উপস্থিত বা অনুপস্থিত তাদের কেউই এই বিবাহ অপছন্দ করবে না। তখন উম্মু সালামা (তার শিশুপুত্র উমার বিন আবু সালামাকে) বলেন, হে উমার, উঠো এবং রাসূলুল্লাহ (ﷺ) এর বিবাহের ব্যবস্থা করো । তখন তিনি তাকে বিবাহ করেন।
عن أم سلمة رضي الله عنها قالت: دخل على رسول الله صلى الله عليه وعلى آله وسلم بعد وفاة أبي سلمة فخطبني إلى نفسي فقلت: يا رسول الله إنه ليس أحد من أوليائي شاهدا فقال: إنه ليس منهم شاهد ولا غائب يكره ذلك قالت: قم يا عمر فزوج النبي صلى الله عليه وسلم. فتزوجها

তাহকীক:
তাহকীক চলমান