ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৬২
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬২) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি একটি মেয়েকে আনসারদের এক ব্যক্তির সাথে বিবাহ দেন। তখন আল্লাহর নবী (ﷺ) বলেন, হে আয়িশা, তোমাদের কাছে কোনো খেলাধুলা বা আনন্দ-উল্লাসের ব্যবস্থা নেই? আনসার সম্প্রদায়ের মানুষেরা, অর্থাৎ মদীনাবাসীরা আনন্দ উল্লাস পছন্দ করে ।
عن عائشة رضي الله عنها أنها زفت امرأة إلى رجل من الأنصار فقال نبي الله صلى الله عليه وسلم يا عائشة ما كان معكم لهو فإن الأنصار يعجبهم اللهو

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৬৩
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬৩) আয়িশা রা. বলেন, আমার নিকট একটি এতিম মেয়ে ছিল । একদিন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মেয়েটির খবর কী? আমি বললাম, তাকে (বিবাহ দিয়ে) স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, তুমি কি দফ বাজিয়ে গান করার জন্য তার সাথে কোনো মেয়েকে পাঠিয়েছ? আয়িশা রা. বলেন, মেয়েটি কী বলে গান গাবে? তিনি বলেন, সে বলবে, 'আমরা এসেছি তোমাদের কাছে, আমরা এসেছি তোমাদের কাছে, তোমরা আমাদের স্বাগত জানাও আমরা তোমাদের অভিনন্দন জানাব। লালচে স্বর্ণ না হলে তোমাদের প্রান্তরে আসত না ধূসর গম না হলে তোমাদের কুমারীরা স্বাস্থ্যবতী কমনীয় হয়ে উঠত না'।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: ما فعلت فلانة ليتيمة كانت عندها فقلت: أهديناها إلى زوجها قال فهل بعثتم معها بجارية تضرب بالدف وتغني؟ قالت: تقول ماذا؟ قال: تقول: أتيناكم أتيناكم فحيونا نحييكم لولا الذهب الأحمر ما حلت بواديكم ولولا الحنطة السمراء ما سمنت عذاريكم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৬৪
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিবাহ উপলক্ষে সমবেত কিছু আনসার মহিলার নিকট দিয়ে গমন করেন। তখন তারা গান গাচ্ছিলেন...।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم مرّ بنساء من الأنصار في عرس لهن وهن يغنين

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৬৫
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬৫) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারি যুবকের বিবাহে উপস্থিত ছিলেন। বিবাহ হয়ে গেলে তিনি বলেন, ‘প্রেমময়, মঙ্গলময় দাম্পত্যজীবন এবং প্রশস্ত রিযক। আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন'। তোমরা তোমাদের বরের মাথার কাছে (বিবাহ উপলক্ষে) দফ বাজাও। এ সময়েই খাদেমারা বাদাম ( almond) ও চিনি ভর্তি খাঞ্চাগুলো নিয়ে উপস্থিত হল। উপস্থিত লোকজন তাদের হাত গুটিয়ে থাকলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কাড়াকাড়ি করে নিচ্ছ না কেন? তারা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে কাড়াকাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেন, তা হল সেনাক্যাম্পের ক্ষেত্রে। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে এতে আপত্তি নেই।
عن معاذ بن جبل رضي الله عنه قال: شهد رسول الله صلى الله عليه وسلم ملاك شاب من الأنصار فلما زوجوه قال:على الألفة والطير الميمون والسعة في الرزق بارك الله لكم دففوا على رأس صاحبكم فلم يلبث أن جاءت الجواري معهن الأطباق عليها اللوز والسكر فأمسك القوم أيديهم فقال النبي صلى الله عليه وسلم: ألا تنتهبون فقالوا: يا رسول الله إنك كنت نهيت عن النهبة قال: تلك نهبة العساكر فأما العرسات فلا

তাহকীক:
তাহকীক চলমান
