ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫২১
উট বা গরুর গলায় মালা বা চিহ্ন ঝোলানো এবং যে ব্যক্তি চিহ্ন ঝোলাবে সে কখন ইহরামকারী বলে গণ্য হবে
(১৫২১) ইবন উমার রা. বলেন, যে ব্যক্তি হজ্জের জন্য নির্ধারিত পশুর গলায় মালা বা চিহ্ন লটকাল সে ইহরাম করল।
عن ابن عمر رضي الله عنهما قال: من قلد فقد أحرم

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫২২
উট বা গরুর গলায় মালা বা চিহ্ন ঝোলানো এবং যে ব্যক্তি চিহ্ন ঝোলাবে সে কখন ইহরামকারী বলে গণ্য হবে
(১৫২২) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর হাদঈ বা হজ্জের পশুর গলায় চিহ্ন হিসেবে পরানোর রশিগুলো পাকিয়ে দিয়েছিলাম এরপর তিনি সেই পশুগুলোর গায়ে ক্ষত করে দাগ দেন এবং সেগুলোর গলায় চিহ্ন পরান । অথবা তিনি বলেন, আমি সেগুলোর গলায় চিহ্ন ঝোলাই । এরপর তিনি পশুগুলো বাইতুল্লাহয় পাঠিয়ে দেন এবং নিজে মদীনায় অবস্থান করেন । এ কারণে তাঁর জন্য যা কিছু হালাল ছিল তার কোনো কিছুই হারাম হয় নি। (পশুর গলায় চিহ্ন পরানোকে তিনি ইহরামের শুরু বলে গণ্য করেন নি)।
عن عائشة رضي الله عنها قالت: فتلت قلائد هدي النبي صلى الله عليه وسلم ثم أشعرها وقلدها أو قلدتها ثم بعث بها إلى البيت وأقام بالمدينة فما حرم عليه شيء كان له حل

তাহকীক:
তাহকীক চলমান