ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৮৭
তালবিয়ার পরে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর সালাত পাঠ
(১৩৮৭) মদীনার তাবিয়ি ফকীহ, আবু বাকর সিদ্দীক রা.র পৌত্র কাসিম ইবন মুহাম্মাদ (১০৬ হি.) বলেন, মুসতাহাব মনে করা হত যে, কোনো ব্যক্তি যখন তালবিয়া পাঠ শেষ করবে তখন নবী (ﷺ) এর উপর সালাত (দরূদ) পাঠ করবে ।
عن القاسم بن محمد يقول: كان يستحب للرجل إذا فرغ من تلبيته أن يصلي على النبي صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান